বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণীকল্যাণমুখী সংগঠন ‘অ্যানিম্যাল সেভিয়র্স অব বাংলাদেশ’-এর ২০২৫-২৬ সেশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একই অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী আল ফারুক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী সন্দ্বীপ সাহা এবং গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান।
রবিবার (২ নভেম্বর) রাত ১০টায় ওই কমিটি প্রকাশ করা হয়।
১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে মোট ৮ জন বিদেশী শিক্ষার্থীও রয়েছেন। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক (চিকিৎসা) আবু বাসেত সুজাউদ্দৌলা সৈকত, সাংগঠনিক সম্পাদক (রেস্কিউ) মো. জায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আনামুল হক, সহকারী কোষাধ্যক্ষ বিজয় কুন্ডু, ওষুধ বিশ্লেষণ ও যোগাযোগ সম্পাদক কানিজ ফাতেমা বিনতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরেকা জোশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফসা খাতুন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদনান রহমান। এছাড়া কমিটিতে মোট ৫০ জন সদস্য রয়েছেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পথপ্রাণী ও মালিকবিহীন পশুপাখির সেবায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন শুধু প্রাণীদের চিকিৎসা বা উদ্ধার কার্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি শিক্ষার্থীদের মধ্যে করুণা, দায়িত্ববোধ ও বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর