অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক জরুরি বৈঠকে বসছে। ধারণা করা হচ্ছে, এ বৈঠকেই জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে কে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন, তা জানানো হয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে এসব ব্রিফিং অনুষ্ঠিত হয়ে আসছিল।
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দল নীতিগতভাবে সম্মত হয়েছিল। তবে গণভোটের সময়সূচি নিয়ে মতভেদ রয়ে গেছে। কমিশন তাদের সুপারিশে গণভোট আয়োজনের প্রস্তাব রাখলেও তারিখ নির্ধারণের দায়িত্ব দিয়েছে সরকারের হাতে।
বিএনপিসহ সমমনা দলগুলো চায়, আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দলগুলো নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারিখ নিয়ে বিশেষ কোনো অবস্থান নেয়নি।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “গণভোটের তারিখ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করব। সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের বৈঠক এবং পরবর্তী সংবাদ সম্মেলন থেকেই গণভোটের দিনক্ষণসহ সরকারের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা স্পষ্ট হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর