লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল, ফেন্সিডিল ও গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে পৃথক পৃথক স্থানে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য উদ্ধার করা হয়। আজ(৪ নভেম্বর) অভিযানে মাদক, ভারতীয় কম্বল জব্দের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেয় ১৫ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার অনন্তপুর, গোড়কমন্ডল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির টহল দল সোমবার গভীর রাতে পৃথকভাবে অভিযান চালায়।
প্রথম অভিযানে, অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর এলাকায় সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি। দ্বিতীয় অভিযানে গোড়কমন্ডল বিওপির আওতাধীন নামাটারি এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে, ফেলে যাওয়া মালামাল থেকে ৪.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে তৃতীয় অভিযানে মিনিটে বুড়িরহাট বিওপির টহল দল সীমান্তের কাছাকাছি কিছু সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে ভারতীয় কম্বল ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা, গাঁজা ১৬ হাজার ৪৫০ টাকা এবং ফেন্সিডিল ২০ হাজার টাকার।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর