বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছে থানা কৃষক দল। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে গাজীরচট স্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদ মার্কেট মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসাইন প্রধানের সভাপতিত্বে উঠান বৈঠক ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষকদলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সী। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লোকমান হেকিম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন ও ছাত্রদল নেতা সানোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ঢাকা-১৯ এর বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তথা ধানের শীষ বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর