ফেনী সদরের একটি বাসায় সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে নারীসহ তিনজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন মো. রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম (৫৫) এবং জেসমিন আক্তার (৩০)। আহতদের ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের অবস্থা স্থিতিশীল কিনা তা পর্যবেক্ষণ চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর