ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও শিক্ষকদের সাইবার ব্যুলিং এবং আপত্তিকর মন্তব্যের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবিতে উপ-উপাচার্যকে (প্রশাসন) স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর সকলেই বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সঙ্গে জড়িত।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর অভিযোগপত্র জমা দেয় তারা। অভিযোগ পত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষক বিগত কয়েকদিনে ধরে অনলাইনে বিভিন্নভাবে হেনস্তা এবং ব্যুলিং এর শিকার হয়ে চলেছেন। 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' নামক ফেসবুক গ্রুপটি এই ধরণের আপত্তিকর মন্তব্য এবং চরিত্র হননের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সম্প্রতি আমাদের নজরে এসেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য এই গ্রুপের বিভিন্ন পোস্টে করা হয়েছে। ইতোমধ্যে ব্যাপক সাইবার ব্যুলিং এর শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নারী শিক্ষার্থী ফারিয়া মতিন।
প্রামাণ এবং অপরাধীদের পরিচয় আবেদনপত্রের সাথে সংযুক্ত করে এতে আরও বলা হয়, আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের নারীদের সাইবার সুরক্ষা এবং ব্যুলিং প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপর্যুক্ত অভিযোগ বিবেচনায় এনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।
অভিযোগপত্রে ব্যুলিং ও আপত্তিকর মন্তব্যে জড়িতদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: মোহাম্মদ সাকিবুর রহমান (হিসাববিজ্ঞান বিভাগ), সীমান্ত হোসেন নিমু, সাঈদুর রহমান সজীব, ইসলাম মনির।
এর আগে, সোমবার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর