অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। আজ বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, আমি ভোট করবো। আমি ওখানে নমিনেশন চেয়েছি। আমি ভোট করবো। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখন। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন করবো।’
নমিনেশন পাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর