মনোনয়নকে কেন্দ্র করে জয়পুরহাটে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলার আক্কেলপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জয়পুরহাট -২ আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া যায় । এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষইকে ছত্রভঙ্গ করে দেয় । পরে আবারো গোলাম মোস্তফার সমর্থক নেতাকর্মীরা গোপিনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, আমরা এলাকা থেকে নেতাকর্মীরা ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে আন্দোলনে গিয়েছিলাম। সে সময় পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছিল।
তখন বারী সাহেব ঢাকাতেই ছিলেন। কিন্তু তিনি কোনো সাহায্য করেননি। রাজশাহী মহাসমাবেশসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আরো মনোনয়ন প্রত্যাশি ওবায়দুর রহমান চন্দন, সিরাজুল ইসলাম বিদ্যুৎ, আব্বাস আলীসহ আমাদের প্রার্থী গোলাম মোস্তফা ছিল। কিন্তু তিনি কোনো আন্দোলনে ছিলেন না। সম্পূর্ণ একজন অরাজনৈতিক ব্যক্তি বলে দাবি করা হয় ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি । অপরদিকে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা গত তিনদিন ধরে এলাকায় মনোনয়ন বাতিল করার দাবী জানিয়ে মিছিল, মশাল মিছিল করছেন।
উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোনো প্রার্থীর পক্ষ-বিপক্ষে বিক্ষোভ করা সম্পূর্ণ নিষেধ। এরপরেও যদি কেউ এ ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কর্মী ও সমর্থকদের করা বিক্ষোভ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর