সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ধানের শীষ কোনো ব্যক্তির নয়, এটি দেশের মানুষের সার্বিক মুক্তি ও উন্নয়নের প্রতীক।
দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা তাহিরপুরে পৌঁছালে পথে পথে হাজার হাজার মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন তিনি। সুনামগঞ্জ থেকে সড়ক পথে নিজ উপজেলা তাহিরপুর যাওয়ার পথে বালিজুরী থেকেই হাজারো মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে হাজার হাজার মানুষ মিছিল সহকারে তাহিরপুর পূর্ববাজারে পথসভায় মিলিত হয়।
সভায় আনিসুল হক বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, লাখো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। অসংখ্য দলীয় নেতাকর্মী ও নাগরিকরা গুমের শিকার হয়েছেন। অসংখ্য মানুষের তাজা রক্ত এবং নির্মম নির্যাতনের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি সকল শহীদ ও সতেরো বছর ধরে নির্যাতিত সকল পরিবারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য শুরু করেন।
তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আনিসুল হক বলেন, ধানের শীষ দেশের মানুষের সার্বিক মুক্তি ও উন্নয়নের প্রতীক। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ধানের শীষের বিজয় তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, দলের কেউ বা এ এলাকার কোনো নাগরিক তাঁর কাছ থেকে বৈষম্যের শিকার হবেন না। নির্বাচনী এলাকায় আইনের শাসন, মানবাধিকার, কর্মসংস্থান, কৃষি ও শিক্ষা বিস্তারে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।
পথসভায় মিলিত হওয়ার আগে আনিসুল হক মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের বাড়িতে গিয়ে তাঁর মায়ের কাছে দোয়া চাইতে যান। পথসভায় নির্বাচনী এলাকার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চারটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকাটি সিলেট বিভাগের প্রথম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম নির্বাচনী এলাকা। এটি ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত।
হাওর বেষ্টিত মেঘালয় সীমান্ত সংলগ্ন এই নির্বাচনী এলাকাটি মৎস্য, পাথর, বালু, ধান ও পর্যটন সমৃদ্ধ এলাকা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর