সম্প্রতি খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৩৪ লাখ টাকা বিতরণ করেছে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গুইমারা উপজেলায় ৯৭ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এবং বিকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ৩৫টি পরিবার সহ মোট ১৩২টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গুইমারার রামসু বাজারের ৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ১৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এদিকে খাগড়াছড়ি সদরে ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারকে ২০ হাজার করে এবং ৭ পরিবারকে ১৫ হাজার টাকা করে ৬ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, 'সরকারের এই পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাবে বলে আমরা আশাবাদী। যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা সবসময় আছি এবং থাকব। আমরা চাই প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার পুনরায় ঘুরে দাঁড়াবে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর