গাইবান্ধার পলাশবাড়ীতে এক ভাই এলাকাজুড়ে মাইকিং করে নিজের ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। এমন অদ্ভুত ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামজুড়ে ঘোষণা দেন, আগামীকাল জুমার নামাজের পর তিনি তার ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন।
কদ্দুস মিয়া জানান, নিজেদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ছোট ভাইয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি হবেন।
তার এমন ঘোষণা গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।
স্থানীয়দের মতে, জমি নিয়ে দুই ভাইয়ের এই বিরোধ অনেক দিন ধরেই চলছে। তবে এমনভাবে মাইকে মারামারির ঘোষণা দেওয়ায় গ্রামবাসী হতবাক হয়ে গেছেন।
বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশের নজরে এলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর