রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দুর্বৃত্তরা ব্যস্ততম ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জনতা ধাওয়া করে কাওরানবাজার ট্রাফিক সিগন্যাল পয়েন্টে একটি মোটরসাইকেল চালককে বোমা বানানোর বিস্ফোরক ও কিছু খালি কৌটাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে চারদিক আতংক ছড়িয়ে পড়ে। বোমা দুইটি বিস্ফোরণের পরই ওই মোটরসাইকেলে চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালাতে থাকলে ঢাকা মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল রাজ শাওন ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করেন।
পরে কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এ সময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরেন। তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুষি মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চান। এ সময় পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। মোটরসাইকেল চালককে আটক করে তেজগাঁও থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর