ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম গণসংযোগ, জনসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পোগলদিঘা ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারাকান্দি ট্রাক চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়।
বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম তালুকদার বলেন, মওদুদী সনদে এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে না। এ দেশে গুপ্তহত্যা শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "আমরা ন্যায়, ইনসাফভিত্তিক, মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ে তুলতে চাই। আমরা সবাই এক হয়ে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে চাই।"
তিনি আরও বলেন, আগামী দিনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে সরিষাবাড়ীতে বন্ধ সকল কলকারখানা চালু করা হবে। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এই এলাকায় যমুনা সারকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।
কিন্তু বিগত সরকারের আমলে জামালপুরের একজন এমপি যিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একের পর এক সরিষাবাড়ীসহ দেশের সকল পাট কলকারখানা বন্ধ করে দেন। রাতের আঁধারে নিলামের নামে সব কারখানা বিক্রি করে দিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, যমুনা সার কারখানায় মেরামতের নামে টাকা-পয়সা লুটপাট করা হয়েছে। তিনি বলেন, "আমরা গরিব, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই।"
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে বিশাল জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হীরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। জনসভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শামীম তালুকদার পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর