শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়া (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের উত্তর আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সেলিম মিয়া ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র।
পুলিশ সুত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা উত্তর আন্ধারুপাড়ার আকাশমনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক কারবারি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি আমাদের ধারাবাহিক তৎপরতার অংশ। গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর