গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মুক্তারপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন পালোয়ানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে এসআই সেলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মুক্তারপুর ইউনিয়নের হরিদাপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
শনিবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন পালোয়ান উপজেলার মুক্তারপুরের আব্দুল মোতালিবের ছেলে।
ওসি জানান, গ্রেফতারকৃত জসিম উদ্দিন পালোয়ান জুলাই আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেলার আদালতের নির্দেশে হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, জসিম উদ্দিন ঢাকার মোহাম্মদপুর থানায় চলতি বছরের শুরুর দিকে রুজু হওয়া ১০ নং মামলার এজাহারভুক্ত ২২ নং আসামি। ওই মামলায় শেখ হাসিনাকে এক নম্বর আসামি হিসেবে দেখানো হয়। ওই মামলায় তাকে ৩৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও সাবেক কমিশনার রাজিবের অস্ত্রদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
কালীগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর