ভালোবাসা যে শুধু কথার নয়, তা প্রমাণ করলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষক খাদিজা খাতুন। স্বামী মোহাম্মদ আলম নুরীর জীবন বাঁচাতে তিনি নিজের লিভারের ৬৪ শতাংশ দান করেছেন। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ২০২৫ সালের ৭ আগস্ট সফলভাবে সম্পন্ন হয় এ অস্ত্রোপচার।
আলম নুরী দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি ভাইরাসজনিত লিভার সিরোসিসে ভুগছিলেন। চিকিৎসকরা জানান, বাঁচার একমাত্র উপায় লিভার ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা এবং জটিল আইনি প্রক্রিয়ার কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরিবারের সবার সহায়তা, বন্ধু ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতা এবং খাদিজার অকৃত্রিম সাহসেই শেষ পর্যন্ত সম্ভব হয় এই অপারেশন।
খাদিজা বলেন, “এটা আমার দয়ার কোনো দান নয়। আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বামীর জীবনের উসিলা হিসেবে কবুল করেছেন।”
অস্ত্রোপচারের পর দুজনেই আইসিইউতে দীর্ঘ সময় ছিলেন। এখন তারা দেশে ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। আলম নুরী বলেন, “এই জীবন আমার নয়, আমার ভেতরের কলিজাটিও আমার স্ত্রীর।”
চিকিৎসার জন্য তাদের ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ রুপি, এখনো প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকার ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করতে হয়। দম্পতি জানিয়েছেন, তারা আল্লাহর ওপর ভরসা রেখে নতুন জীবন শুরু করতে চান এবং সমাজে অঙ্গদান বিষয়ে সচেতনতা বাড়াতে চান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর