গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)সহ সমমনা আটটি রাজনৈতিক দল।
শনিবার (৮ নভেম্বর) জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হয়।
নেতারা বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। জনগণের দাবি না মানলে ১১ নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে।”
তারা আরও জানান, আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সাড়া মেলেনি। দেশের স্বার্থে সবাইকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়।
বৈঠকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীসহ জাগপা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর