সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদ জানিয়েছেন, আগামী দিনে তিনি নির্বাচিত হলে সুনামগঞ্জকে সন্ত্রাসমুক্ত, সিন্ডিকেটমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি আদর্শিক শহর হিসেবে গড়ে তুলবেন।
শনিবার (৮ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বেরিরগাঁও স্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবিদুল আরও বলেন, "আমাকে দল মনোনয়ন দেয় আর আপনাদের ভোটে নির্বাচিত হই, আপনাদের দুর্ভোগ নিরসনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে ব্রিজ হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো আমার বাবার মতো।"
ব্যারিস্টার আবিদুল হক আবিদ বলেন, "পাঁচ আগস্টের পরেও বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফ্যাসিবাদীরা ব্যবসা বাণিজ্য সবই করছে, ফলে সুনামগঞ্জ ফ্যাসিবাদমুক্ত হয়নি।"
তিনি আরও জানান, "বিএনপিকে যারা ভালোবাসে তারা মানুষকে জিম্মি করে অপরাজনীতি, অপসংস্কৃতি, লুটতরাজসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত নেই বলে আমি বিশ্বাস করি।"
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে হালুয়াঘাট এলাকা থেকে একটি শোডাউন করে বেরিরগাঁও স্কুল মাঠে এসে মিলিত হন নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. আনিসুজ্জামান শামিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর