সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত তাদের সর্বশক্তি ব্যবহার করছে। সম্প্রতি রনি তার ইউটিউব চ্যানেলে এ মন্তব্য করেন।
রনির বক্তব্যে বলা হয়, “ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং সকল কানেকশন ব্যবহার করছে শেখ হাসিনাকে প্রমোট করার জন্য।” তিনি আরও জানান, সাম্প্রতিকভাবে রয়টার্স, ইন্ডিপেনডেন্ট এবং এএফপি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারে ভারতের বিভিন্ন সূত্র সহযোগিতা করেছে।
রনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের নীলনকশা কয়েক ধাপে এগোচ্ছে। প্রথমে তাকে সীমিত পরিবেশে রাখা হয়েছিল, পরে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে মোদি সরকার তাকে সহযোগিতা দিতে শুরু করেছে। তিনি উল্লেখ করেন, “ভারত নিশ্চিত যে, আওয়ামী লীগের বিকল্প তাদের কাছে নেই এবং আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই। পাশাপাশি, বাংলাদেশে গত ১৪ মাসে নেতিবাচক প্রচারণা ক্রমশ নিউট্রাল অবস্থায় এসেছে।”
তিনি আরও জানান, ভারত শেখ হাসিনাকে ‘ওপেন স্পেস’ দিতে চাচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন ও দলের সঙ্গে ভার্চুয়াল সংযোগের ব্যবস্থা করা হয়েছে। রনি বলেন, “শেখ হাসিনা নিজস্ব মোবাইল ও প্রযুক্তি ব্যবহার করে দলের কর্মকাণ্ড চালাচ্ছেন। এছাড়া আগামী কয়েক মাসে তিনি একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন।”
সাজু/নিএ
সর্বশেষ খবর