দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আল জাজিরার মাঠপর্যায়ের সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে এখনো বড় ধরনের ধ্বংস অভিযান অব্যাহত রয়েছে।
গাজা উপত্যকার স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ওই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলের এই অভিযানের ফলে খান ইউনুসের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বসবাসযোগ্য ঘরবাড়ি, বিদ্যালয়, হাসপাতালসহ অধিকাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই ধ্বংসযজ্ঞ যুদ্ধাপরাধের শামিল এবং সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে বিপন্ন করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর