রাজনৈতিক দলের পুনর্নিবন্ধন প্রক্রিয়া চালুর মাধ্যমে প্রকৃত রাজনৈতিক দলগুলোকে বাছাই করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, অনেক নিবন্ধিত দল কার্যত রাজনৈতিক কার্যক্রমে অনিয়মিত এবং তাদের কোনো নির্বাচনী কর্মসূচি নেই। তাই এই প্রক্রিয়ার মাধ্যমে ভুঁইফোড় দলগুলো ছেঁটে ফেলে দেশের জনগণের জন্য দায়বদ্ধ দলগুলোকে চিহ্নিত করা প্রয়োজন।
রোববার (৯ নভেম্বর) বেলা ২ টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারেক রহমানকে সহমর্মিতা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, , “অনেক রাজনৈতিক দলের খোঁজ নিলে দেখা যাবে, আসলে তারা দলই নয়। তাদের কোনো কার্যক্রম নেই, কোনো রাজনৈতিক কর্মসূচিও নেই। দেশের জনগণের জন্য তারা ভবিষ্যতে কী করতে চায়, তাদের কোনো নির্বাচনী ইশতেহারও নেই। তারা গণতন্ত্রে বিশ্বাস করে কি না—এই বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “এই বাস্তবতা চোখের সামনে দেখে আমি মনে করেছি, বাসায় বসে থাকা উচিত নয়। তারেক রহমানের পাশে সহযোদ্ধা হিসেবে আছি এবং আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।”
তারেক রহমানের অভিযোগ—দুই সাবেক ছাত্র উপদেষ্টার কারণে তার দল নিবন্ধন পাচ্ছে না—এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি অস্বীকার করব না, উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। কারণ, তারেক রহমান সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেছেন, তিনি সবসময় সমালোচক ছিলেন। যেহেতু তারা সমবয়সী একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছেন, সেটিও হয়তো একটি কারণ হতে পারে।”
তিনি আরও বলেন, “এর আগেও নুররাও একই ধরনের কষ্ট ভোগ করেছে। তারা নিবন্ধন পায়নি। আমি একজন নাগরিক হিসেবে চাই, সব রাজনৈতিক দলের পুনর্নিবন্ধন প্রক্রিয়া চালু হোক—যাতে বোঝা যায় কারা সত্যিকারের রাজনৈতিক দল, আর কারা ভুঁইফোড় দল।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর