অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন পে স্কেল ঘোষণার উদ্যোগে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকার জাতীয় বেতন কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, এ সরকার পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। বিষয়টি রেখে দেওয়া হবে আগামী নির্বাচিত সরকারের হাতে।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “একটা পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। আগামী সরকার সেটি চূড়ান্ত করবে। আমরা শুধু প্রক্রিয়াটি শুরু করেছি।”
এদিকে সূত্র জানিয়েছে, জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে নতুন পে স্কেল সংক্রান্ত কয়েকটি প্রাথমিক সুপারিশ তৈরি করেছে। কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে চায়। তবে অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন না করে নির্বাচিত সরকারের জন্য রেখে দেবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফলে নতুন সরকারের আগমন না হওয়া পর্যন্ত পে স্কেল নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর