ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি তার কর্মী ও সমর্থকদের পাহারাদারের ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন।
তবে রুমিন ফারহানার এই আশঙ্কা নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রুমিন ফারহানার আশঙ্কা সম্পূর্ণ অমূলক। আমরা আমাদের কাজের মাধ্যমেই তা প্রমাণ করব। এই সরকার কারও প্রতি পক্ষপাতদুষ্ট নয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় আখাউড়ার খরমপুর শাহ্ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা বাবার মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বলেন, তার কাছে খবর এসেছে যে সরাইলের কিছু কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, কোথাও যদি সিল দেওয়ার বা জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সবাইকে পাহারাদার হিসেবে থাকতে হবে। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ সময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর