সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকের নাম হলো সম্মিলিতি ইসলামী ব্যাংক। কার্যক্রম শুরু করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকটি।
রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভার্চুয়ালি এ অনুমোদন দেন। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত বুধবার অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়।
নতুন ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অন্য সদ্যসরা হলে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব রাশেদুল আমিন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ।
আলোচ্য পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ইতোমধ্যে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) পদত্যাগ করেছে। পরিচালনা পর্ষদ বিলুপ্ত ও এমডিদের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ব্যাংকগুলোর দায়িত্ব নিয়েছে। তারাই ব্যাংকগুলো একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর