ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।
শনিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অনেক দিন ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছায়—যা পরিসংখ্যান রাখার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।
লাপিদ ইসরায়েলি সেনাবাহিনীকে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও এই সহিংসতার প্রতি “চোখ বুজে না থাকার” আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এই অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই সহিংসতায় কোনোভাবেই ইহুদি বা জায়নবাদী মূল্যবোধের প্রতিফলন নেই।”
সূত্র- আলজারিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর