অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন হুলিয়ান আলভারেস, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে। কিন্তু আগামী শুক্রবারের ম্যাচটি খেলতে আর্জেন্টিনা দলের সফর সঙ্গী হওয়া হচ্ছে না তাদের। হলুদ জ্বরের টিকা না নেওয়া দল থেকে বাদ পড়েছেন তারা।
তিনজনই আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেন।
তারা যথাসময়ে টিকা নেননি বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। এতে করে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজের সঙ্গী হয়ে অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাচ্ছেন না তারা। তাদের সঙ্গে এই ম্যাচে খেলতে পারবেন না এনজো ফার্নান্দেজও।
ফার্নান্দেজ অবশ্য টিকা না নেওয়ার কারণে নয়, ডান হাঁটুতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার।
এই চারজনের পরিবর্তে দুজনকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
দুজন ডিফেন্ডারকে নিয়েছেন স্কালোনি। তারা হচ্ছেন-কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। কেভিন প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।
বেলজিয়ামের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের এই ডিফেন্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বড় ভাই। অন্যদিকে লিগামেন্টের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্তিনেজ।
কুশল/সাএ
সর্বশেষ খবর