টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া বাজারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার মনমোহন সরকার, ২নং বহেড়াতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, ওয়ারিং পরিদর্শক নিশি কান্ত সাহা, স্থানীয় ইউপি সদস্য মো. উজ্জল হোসাইন, সাবেক সদস্য ডা. শরবেশ আলী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন বলেন, “এই বেতুয়া গ্রামসহ আশেপাশের এলাকার বিদ্যুৎগ্রাহকদের সেবার মান উন্নয়ন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। গ্রাহকরা যাতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পান, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন,“পর্যায়ক্রমে এখানে একটি এরিয়া অফিস ও জোনাল অফিস স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এজন্য স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর