সুনামগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ খোকন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছেলে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাতে উপজেলার বাদাঘাট বাজার জামে মসজিদের পাশ থেকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানের চালিয়ে খোকন মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাহিরপুর থানার পাঠানো হয়।
স্থানীয় এলাকাবাসী জানান,বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার সহ আশপাশের বিভিন্ন গ্রামে ইয়াবা ট্যাবলেটসহ মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর নিয়ে মাদক কারবারিদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানান।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজুর ইসলাম মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদক কারবারিদের নিমূলে আমাদের অভিযান চলবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর