৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ফলাফলে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রার্থী বাছাই করা হয়েছে।”
পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। প্রাথমিকভাবে অনুষ্ঠিত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হন।
শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত ২১ জুলাই, এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।
সাজু/নিএ
সর্বশেষ খবর