দৈনিক প্রতি দিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার্জ গঠন আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে। সকালে পুলিশ আসামিদের গাজীপুর আদালতে হাজির করে। মামলার চার্জ গঠন শেষে পরবর্তী তারিখে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
নিহত সাংবাদিক তুহিনের আইনজীবী প্রশান্ত চন্দ্র সরকার বলেন, “আজ আসামিদের আদালতে তোলা হয়েছে এবং চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেছি, তবে এখনো কোনো চূড়ান্ত আদেশ আসেনি। আশা করি আমরা ন্যায়বিচার পাব।”
মামলার বাদী ও নিহত সাংবাদিক তুহিনের ভাই সেলিম জানান, “দুই মাস আগে আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এতে আমরা হতাশ।”
দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে আমরা আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে আবেদন জানিয়েছি। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও আইন মন্ত্রণালয় এখনো চূড়ান্ত আদেশ দেয়নি। আমরা আশা করি, দ্রুত সিদ্ধান্ত নিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে, যাতে ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়।”
এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তি না হওয়ায় সাংবাদিক সমাজে গভীর হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, ন্যায়বিচার নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আসামিদের।
সাজু/নিএ
সর্বশেষ খবর