৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) ক্যাডারের সমাজকল্যাণে ২৫টি মধ্যেই ২২ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন শিক্ষার্থী অনার্স পাশের আগেই প্রাথমিকভাবে এ তালিকায় রয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ফলপ্রকাশের পরপরই জানা যায় বিসিএস (শিক্ষা) ক্যাডারে খাদিজা আক্তার নামে ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নির্বাচিত তালিকায় রয়েছেন।
অনার্স পাশের আগে সহপাঠীর এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সোহানুর রহমান নামে ইনস্টিটিউটির এক শিক্ষার্থী বলেন, সহপাঠী খাদিজা আক্তার সত্যিই ইতিহাস সৃষ্টি করেছে! সে স্নাতক ডিগ্রি অর্জনের আগেই ৪৯ তম বিসিএস এ ক্যাডার হয়েছে ভাবা যায়? এখনও সে আমাদের মতোই আসন্ন অষ্টম সেমিস্টারের একাডেমিক ভাইভা ও সেমিনার প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছে। তার অনবরত পরিশ্রম, অটল মনোবল এবং একাগ্রতার ফলেই আজ সে এই সাফল্যের আসনে।
এ দিকে সদ্য বিসিএস (শিক্ষা) ক্যাডারে নির্বাচিত খাদিজা আক্তার বলেন, বিশেষ বিসিএসে যখন আবেদন চলছিল তখন আমাদের অনার্সের ফলাফল প্রকাশিত হয়নি, শিগগিরই হবে। সেই সময়ে এপিয়ার্ড দিয়ে আবেদন করি। বিসিএসে আমার যে সাফল্য তা বলে প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছে, আমি স্বপ্নের মধ্যে আছি। অনেকেরই আসলে স্বপ্ন ও আকাঙ্ক্ষা থাকে বিসিএসের প্রতি। সে হিসেবে আমারও স্বপ্ন ছিল। আমি এই মুহূর্তে অনেক আনন্দিত। আমার পরিশ্রমের চেয়ে এই দুইটা বিষয়কেই আমার এই সাফল্যের চাবিকাঠি- আল্লাহর খাস রহমত ও আমার মায়ের দোয়া ছিল।
এর আগে, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৯তম বিসিএসের ফল প্রকাশিত হয়। বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর