সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে ময়মনসিংহে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। এতে বিভাগের আওতাধীন চার জেলার উপপরিচালক, ৩৯টি ইউনিটের সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করা হয়। মুক্ত আলোচনায় মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে উদ্ভূত নানা সমস্যার কথা তুলে ধরেন কর্মকর্তারা। এর মধ্যে ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র থেকে ১০ ডিজিটের স্মার্ট কার্ডে রূপান্তরজনিত জটিলতা, ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং জনবল সংকট অন্যতম।
প্রধান অতিথি মো. মোখতার আহমেদ বলেন, "সেবাদানে সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে সমাজসেবা অধিদপ্তর অনেক এগিয়ে। ৫৪ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে—এসব কার্যক্রমে যেন কেউ হয়রানির শিকার না হয় এবং দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়া জনগণ যেন সহজে সেবা পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।" তিনি আরও বলেন, "সমাজসেবা শুধু প্রশাসনিক কাজ নয়, এটি এক ধরনের ইবাদত ও সদকায়ে জারিয়াহ্। দেশপ্রেমিক হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে হবে, যাতে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।"
সর্বশেষ খবর