চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা পাঁচ বাংলাদেশি বিমানযাত্রীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব সোনা ওই যাত্রীরা বিমানবন্দর পার করার চেষ্টা করেছিলেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-১৩৬) পাঁচ যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
পাঁচ যাত্রী হলেন- জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তার।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন,জেসমিন আক্তার নামের যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়। পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়। যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে
সর্বশেষ খবর