কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল)সহ আটটি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের কর্মীরা বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।” তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে থাকব, যেন কোনো অরাজকতা ছড়াতে না পারে।”
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিবৃতিতে বলেন, “পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, ককটেল হামলা ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। এই শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
ইসলামী আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়, “পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশে বসে দেশে সন্ত্রাস উসকে দিচ্ছে। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সব রাজনৈতিক দলকে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।”
এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা রয়েছে। রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল না হয়, সে জন্য মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর