বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা আবাসনে বাসিন্দাদের নিরাপদ পানি সংকটসহ নানাবিধ সমস্যা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আবাসন প্রাঙ্গণে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে ও চড়দুয়ানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
‘আওয়ার ওয়াটার, আওয়ার রাইট’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং আবাসনের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তারা বলেন, হোগলাপাশা আবাসনে ৪৪৯ টি পরিবার দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা এবং বিদ্যুৎ সংযোগের সমস্যায় বাসিন্দারা ভুগছেন। এসব সমস্যা তুলে ধরেন সাধারণ বাসিন্দারা উপজেলা প্রশাসনের ও রাজনৈতিক নেতাদের সামনে ।
এ সময় বক্তারা আরো বলেন বলেন, পাথরঘাটার মানুষ দীর্ঘদিন ধরে এই পানির সমস্যায় ভুগছে। চারদিকে পানি থাকলেও খাবার পানির সংকট অনেক,আর এই নিরাপদ পানির জন্যই প্রতিদিন নানা রোগে আক্রান্ত হচ্ছে পাথরঘাটার মানুষ। নিরাপদ পানির ব্যবস্থা ও পুনর্বাসন এখন সময়ের দাবি।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বাসিন্দাদের বক্তব্য মনোযোগসহ শুনে দ্রুততম সময়ের মধ্যে পানি সরবরাহ সমস্যার সমাধানসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর