প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, গণভোট আয়োজনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সিইসি বলেন, তিনি বক্তৃতাটি শোনেননি, তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। সরকার থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে কমিশনে আলোচনা করে মতামত দেওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় কমবে। বিদ্যমান ব্যালট বক্স দিয়েই ভোট নেওয়া সম্ভব, তবে কিছু ভোটকক্ষ, ব্যালট বক্স ও ভোটকর্মীর সংখ্যা বাড়াতে হতে পারে। এতে ভোট গ্রহণ ও গণনায় সময় কিছুটা বেশি লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা; গণভোট যুক্ত হলে ব্যয় কিছুটা বাড়বে।
কুশল/সাএ
সর্বশেষ খবর