রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ভুলের পথেই আছে। শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ভুলের পথেই থাকবেন। যদি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে হয়, তাকে রাজনীতি করে ফিরে আসতে হবে।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসী চোরাগোপ্তা করে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে। কিন্তু দিন শেষে ওর রাজনীতি দাঁড়াবে না। এটা দিয়ে তার অবস্থান বা সে টিকে আছে জানান দিতে পারে। কিন্তু রাজনীতি দাঁড়াবে না।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায়, যদি সে নিষিদ্ধ না হয়, তাহলে তাকে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে। সে ক্ষেত্রে যারা মারাত্মকভাবে দায়ী, তাদের শাস্তি এক্সেপ্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের রিকন্সিলিয়েশনের মধ্য দিয়ে যেতে হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘তাদের আরেকটা কাজ করার আছে, সেটা হলো ভবিষ্যতের কোনো সরকারকে তারা সংগঠিত হয়ে একটা গণ-অভ্যুত্থান ঘটিয়ে দেওয়া। তবে ওই যে বলেছিলাম ডাকাতের দল গণ-অভ্যুত্থান করতে পারে না, কখনোই পারে না। সবাই পালিয়ে বসে আছে, কেউ তো দেশে আসছে না। ওখান থেকে আহ্বান জানাচ্ছে এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে। এর বেশি কিছু হচ্ছে না।’
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান হয় সেই মানুষগুলোকে দিয়ে, যে মানুষগুলো কোনো না কোনো আদর্শ বা বিশ্বাসের জন্য মাঠে নামে। তখন গুলি করলে যে একটা মরে সেটাই মরে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর