খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডে, দলের রক্ষণ সামলান, তারপরও স্ট্রাইকারের মতো গোল করছেন হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তিনি চোখ ধাঁধানো ওভারহেড গোল করেন এবং পরে দলের পাওয়া পেনাল্টিতে বুদ্ধিদীপ্ত পানেনকা শটে বল জালে পাঠান। তবে ঘরের মাঠে বাংলাদেশ শেষ পর্যন্ত ২-২ সমতায় নেপালের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে রোহিত চাঁদের গোলে বাংলাদেশ ১-০ পিছিয়ে পড়ে। প্রথমার্ধে দলের প্রয়োজনে মিডফিল্ডে, কখনো ফুলব্যাকে, কখনো সেন্ট্রাল ডিফেন্সে খেললেও গোল হজম করেন হামজা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি হাই লাইন ধরে খেলে ৪৬ মিনিটে দুর্দান্ত ওভারহেডে গোল করে দলকে সমতায় ফেরান।
পরের পাঁচ মিনিটে নেপাল বক্সে ফাউল হলে বাংলাদেশ পায় পেনাল্টি। হামজা আত্মবিশ্বাসী ও দক্ষ শটে গোল করেন, যা পানেনকা স্টাইলের। তার এই দুই গোল দলকে লিডে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না। ৭৫ মিনিটে কোচ হাভিয়ের ক্যাবরেরা হামজাকে বাইরে নিয়ে তরুণ কিউবা মিশেলকে খেলান। ম্যাচের শেষ সময়ে অনন্ত তামাঙ্গের শটে গোলরক্ষক মিতুলের ভুলের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ২-২ সমতায় থামে।
হামজা চৌধুরীর অসাধারণ পারফরম্যান্সে দল সমতায় থাকলেও তার দুটি গোল দর্শকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর