ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে যান ইউএনও। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন, কম্বল, চাল ও নগদ আর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্বা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা, সাহেদ আলী মোল্লা প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার শহিদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলাম ও নুরুজ্জামান মোল্লার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান ইউএনও।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর