রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব। শুক্রবার রাতে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, আশরাফুলকে হত্যার মামলায় প্রধান সন্দেহভাজন জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে র্যাব জানায়, আশরাফুলকে হত্যা করে লাশ টুকরো করার ঘটনায় মূল আসামির প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে নিহত ব্যবসায়ীর বোন শাহবাগ থানায় জরেজকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে।
নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল। পরদিন ১২ নভেম্বর রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর