বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা হয়, তবে জাতির জন্য বড় দুর্ভোগ নেমে আসবে। শনিবার (১৫ নভেম্বর) খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতে একপক্ষীয়ভাবে কাজ করা অনেক কর্মকর্তা এখন ট্রাইব্যুনালে বা পালিয়ে বেড়াচ্ছেন। একই ধরনের অভিযোগ উঠলে বর্তমান কর্মকর্তাদেরও দায় এড়ানো কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।
পরওয়ার দাবি করেন, জনগণ কালো টাকা, দখলদারিত্ব ও সংখ্যালঘু নির্যাতনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং শান্তি ও পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার শপথ নিয়েছে। তার মতে, দীর্ঘ পাঁচ দশকে বিভিন্ন সরকার দুর্নীতি ও বৈষম্য কাটাতে ব্যর্থ হয়েছে, তাই দেশে বড় পরিবর্তন প্রয়োজন।
খুলনা-৫ আসনের প্রার্থী পরওয়ারের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শিরোমনি শহীদ মিনারে শেষ হয়। পথজুড়ে স্থানীয় মানুষ তাদের স্বাগত জানান। তিনি বলেন, নতুন প্রজন্ম পরিবর্তনের পথ দেখিয়েছে, জাতিও আগামী নির্বাচনে সে ধারাবাহিকতা বজায় রাখবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর