কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রাহক নূর ইসলামের মৃত্যুর পর তার রুহের মাগফেরাত কামনা করে তার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে।শুক্রবার(১৪ নভেম্বর) বিকালে উপজেলার কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃত্যের নমিনি মোছাঃ শাহিনুর বেগমের হাতে এ চেক বিতরণ করা হয়।
কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কচাকাটা মেট্রোর ইউনিট ম্যানেজার আব্দুস সালামের সার্বিক তত্বাবধানে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচাকাটা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান,কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল,বিএনপির কচাকাটা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, কোম্পানির প্রধান কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, রংপুর মেট্রোর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাফিজার রহমান, ব্রাঞ্চ ম্যানেজার গোলাপ মিয়া, সিনিয়র ইউনিট ম্যানেজার মাওলানা আজাদ আলী, নাগেশ্বরী মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মাওলানা মাইদুল ইসলাম, বলদিয়া কলেজের প্রভাষক সফিকুল ইসলাম তারা প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর