রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘খতমে নবুওয়াত’ মহাসম্মেলনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ মহাসম্মেলনে তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে দেশে ও মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই। সমাবেশে শুধু বাংলাদেশের জনগণ নয়, মুসলিম বিশ্বের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, রাসুল (সা.)-এর বহু হাদিসে ঘোষণা রয়েছে যে তিনি শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবেন না—এ আকিদা ইসলামি উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। বাংলাদেশের জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশের মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, হেফাজতে ইসলামের আমির মুফতি শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি উবায়দুল্লাহ ফারুক ও বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর