জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আওলাই ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাহার আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মো. গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আওলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, বাগজানা বিএনপির সভাপতি মো. নাজমুল হক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর