বিএনপির ধানের শীষ বিজয়ী হলে তা জনগণেরই বিজয় হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। কারণ বিএনপি জনগণের দুঃসময়ে পাশে থাকে এবং আগামী দিনগুলোতেও পাশে থাকবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে সুনামগঞ্জের শ্রীপুর উত্তর ইউনিয়নের নতুন বাজারে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ধানের শীষ বিজয়ী হলে আপনাদেরকে সাথে নিয়েই তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন করা হবে এবং কাউকে পিছিয়ে থাকতে হবে না। তিনি ১৭ বছর ধরে জনগণের পাশে ছিলেন এবং জনগণের দাবির কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনীত প্রার্থী করে জনগণের কাছে পাঠিয়েছেন। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়ার দায়িত্ব এখন সকলের।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদারের যৌথ সভাপতিত্বে আনিসুল হক আরও বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ও দেশ অস্থিতিশীল করতে চাইছে ফ্যাসিবাদী শক্তি, তাই সতর্ক থাকতে হবে এবং কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না।
সভায় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আনিসুল হক বলেন, আপনারা প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম দিয়ে ৩১ দফার কথা জানান দিয়ে ধানের শীষে ভোট চাইবেন। তিনি আনিসুল হক আপনাদের সন্তান, আপনাদের কথা সংসদে বলতে এবং আপনাদের দাবি ও চাওয়া পূরণ করতে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন।
এসময় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী নেত্রী, বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সকলেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর