চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছেন। শনিবার(১৫ নভেম্বর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারী সড়কে ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে নিহত এলমা খাতুন চাঁদনি (৬)। ইজিবাইক যোগে অসুস্থ দাদীকে সদর হাসপাতালে দেখতে এসে ট্রাকের সাথে ধাক্কা লাগলে ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় এলমা।
পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার ইব্রাহিমের স্ত্রী জ্যোতি খাতুন(২৫)।
নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন জানান, আলমডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল। পথিমধ্যে বোয়ালমারী নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায় এলমা। পরে তার মাথায় আঘাত পায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাসিমুজ্জামান বলেন, বিকালে দুই জনকে সড়ক দুর্ঘটনার রোগি হাসপাতালে নিয়ে আসা হয়। একজনকে আমরা মৃত অবস্থায় পাই। তার লাশটি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি চুয়াডাঙ্গার বোয়ালমারী সড়কে ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে।
তবে নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর