জামায়াতে ইসলামীকে সত্যিকারের ভালোবাসেন—এমন প্রত্যেকের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন দলটির আমির শফিকুল ইসলাম। তিনি বলেছেন, কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য করা হলে তা জামায়াতপ্রেমের পরিচয় হিসেবে গণ্য হবে না।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ।”

তার এই বক্তব্যকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া একটি সতর্ক আহ্বান হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলেম-ওলামাদের নিয়ে বিরূপ মন্তব্য প্রসঙ্গে তিনি এ পোস্ট দেন বলে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর