দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জিততে ভারতের প্রয়োজন ছিল ১২৪ রান। উইকেট ব্যাটিং সহায়ক না হলেও দলটা ভারত বলেই জয়ের পাল্লাটা ভারী ছিল তাদের। তবে সফরকারীদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাতে ৩০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ১৫ বছর পর সাদা পোশাকে এ জয় পেল প্রোটিয়ারা। সবশেষ জয়টি এসেছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে। মাঝে ৮ টেস্টের সাতটিতেই হার, আর একটি হয়েছিল ড্র।
দ্বিতীয় ইনিংস দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি ভারতের। চতুর্থ বলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। মার্কো জানসেনের শিকার হন লোকেশ রাহুলও।
জানসেনের দেখানো পথে হেঁটে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সাইমন হার্মার। একে একে ফেরান ধ্রুব জুড়েল (১৩), রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) ও কুলদীপ যাদবকে (১)। একপ্রান্ত আগলে রেখে জুটি গড়ার চেষ্টায় থাকা ওয়াশিংটন সুন্দরকে (৩১) ফেরান এইডেন মার্করাম।
অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন কেশব মহারাজ। ঘাড়ের চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেননি অধিনায়ক শুভমান গিল। সাইমন হার্মার এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। জোড়া উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি উইকেট এইডেন মার্করামের ঝুলিতে।
এর আগে, ৩০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ভারতের বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে সফরকারীরা। টেম্বা বাভুমা একপ্রান্ত আগলে রেখে ফিফটির ইনিংস না খেললে আর কোর্বিন বশ ২৫ রানের ইনিংসটি না খেললে ১৫৩ রান করা সম্ভব হতো না দক্ষিণ আফ্রিকার। বাভুমা ১৩৬ বলে ৪ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে এ ইনিংসে ৫০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন জাদেজা। ২টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর