চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রফতানি আগের বছরের তুলনায় বেড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এ সময় ইইউতে মোট পোশাক আমদানি ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৭ কোটি ইউরোতে। প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—পরিমাণগতভাবে আমদানির চাপ বৃদ্ধি।
ইউরোপে পোশাক আমদানির মোট পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৮০ কেজি, তবে গড় ইউনিট মূল্য কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ ইউরোপীয় বাজারে পোশাকের চাহিদা বাড়লেও ক্রেতারা আগের তুলনায় কম দামে বেশি পরিমাণ পণ্য সংগ্রহে আগ্রহী।
বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক দাম ধরে রাখা এবং ক্রেতাদের মধ্যে আস্থা বজায় রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশ ইইউ বাজারে নিজের অবস্থান আরও শক্ত করেছে। বাজার অংশীদারিও কিছুটা বেড়েছে। তবে তারা সতর্ক করে বলেন, মোট বাজার প্রবৃদ্ধি বাড়লেও মুনাফার মার্জিন কমে আসা উৎপাদক দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগ সৃষ্টি করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর