শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রবিবার (১৬ নভেম্বর) বিকালর দিকে উপজেলার সখিপুরে হাববুল্লাহ কলেজের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকালে হাবিবুল্লাহ কলেজের সামনের মার্কেটের ইলেকট্রনিক দোকান থেকে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে৷ সেই আগুন মুহূর্তের মধ্যেই আশেপাশে থাকা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের কনফেকশনারি, টেইলার্স, গোডাউন, মুদি দোকান ও ফ্লেক্সি লোডের দোকানসহ ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আমার দোকানে অন্তত ২০ লাখ টাকার মালামাল ছিল। অনেক কষ্ট করে তিলে তিলে ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলাম। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। সরকারের সাহায্য ছাড়া আমার আর কোনো বাঁচার পথ নেই।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, খবর পেয়ে আমি বাজারে ছুটে আসি। এসে দেখি আমার দোকানের ফ্রিজসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার মতো ৭জন ব্যবসায়ীর এই ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানাই।
দোকান মালিক সাব্বির মাদবর বলেন, দুপুরে ফোনে খবর পাই। ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে বিধ্বস্ত। দমকল এসে চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি। আমার ভাড়াটিয়াদের সব শেষ হয়ে গেছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমির হোসেন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর